কলকাতা, ১ এপ্রিল, (হি.স.): সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে হেফাজতে নিতে তৎপর ইডি। সোমবার তাঁকে হেফাজতে নেওয়া দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় এজেন্সি। শনিবার বসিরহাট সংশোধনাগারে গিয়ে তাঁকে গ্রেফতার করে তাঁরা।
শনিবার বসিরহাট আদালতে ইডি আবেদন জানিয়েছিল, শাহজাহানকে জেলে গিয়ে জেরা করতে চায়। জেলে দীর্ঘক্ষণ জেরার পরই শেখ শাহজাহানকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর্থিক দুর্নীতি মামলার তদন্তে অসহযোগিতার জন্য শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে বলে ইডি সূত্রের খবর।
সোমবার বিশেষ ইডি আদালতে তাঁরা দাবি করেছে, তদন্তকারীদের সঙ্গে অসহযোগিতা করছেন শাহজাহান। কিছু প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন তিনি। তাই তাঁকে হেফাজতে নিয়ে জেরার প্রয়োজন রয়েছে। সূত্রের খবর, সোমবারই বিকেলের মধ্যে শাহজাহানকে হাজিরা দিতে নির্দেশ দেয় কলকাতার বিশেষ ইডি আদালত।