ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী, প্রসাশনিক সহায়তার আশ্বাস

আগরতলা, ১ এপ্রিল: কমলাসাগরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, রবিবার সকালে কালবৈশাখীর ঝড়ে বিভিন্ন মহকুমার পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছিল কমলাসাগর বিধানসভার অন্তর্গত লেম্বুতলী, চাম্পামুরা সহ কিছু এলাকায়। ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয় মানুষের বাড়ি ঘর সহ রাবার বাগান। ক্ষতি হয়েছে কৃষিজ ফসল। সোমবার সকাল দশটা নাগাদ লেম্বুতলী এলাকায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার গুলির সাথে দেখা করতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা অন্তরা সরকার দেব,বিশালগড় মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী সহ প্রশাসনিক দল। রাজ্যের অন্যান্য স্থানেও ঝরে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শন করে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করে চলেছেন প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি ঘরে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। তাদের ক্ষয়ক্ষতির হিসাব জানার চেষ্টা করেন। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন ক্ষতিগ্রস্ত পরিবারের একাংশ। মুখ্যমন্ত্রী নিজেও দুঃখ প্রকাশ করেছেন এবং কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সাহায্য প্রদানে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে আশ্বাষ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *