আগরতলা, ১ এপ্রিল: লোকসভা নির্বাচনকে সামনে রেখে আন্তঃ রাজ্য নাকা পয়েন্টগুলিকে আরো জোরদার করা হয়েছে। যেকোনো তরুণের বেআইনি কাজকর্ম প্রতিহত করার লক্ষ্যেই প্রশাসনের তরফ থেকে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর সার্বিকভাবে রাজ্য পুলিশ এবং আধা সামরিক তৎপরতা চূড়ান্ত রূপ নিয়েছে। ত্রিপুরা রাজ্যের উত্তর জেলার সাথে একদিকে আসাম ,একদিকে মিজোরাম এভাবে মোট নয়টি নাকা পয়েন্ট রয়েছে বহির রাজ্যগুলি থেকে রাজ্যে প্রবেশ করার এবং ত্রিপুরা রাজ্য থেকে বহি রাজ্যে যাওয়ার। এই নয়টি নাক পয়েন্টে পুলিশী তৎপরতা জোরদার করা হয়েছে। ইতিমধ্যে পার্শ্ববর্তী আসাম এবং মিজোরাম রাজ্যের সাথে ত্রিপুরার পুলিশ সুপার পর্যায়ের তিনটি সভা অনুষ্ঠিত হয়ে গেছে।
তাছাড়া রাজ্যগুলির সাথে ডিজিপি পর্যায়ের মিটিং ও সম্পন্ন হয়েছে। আজ অর্থাৎ সোমবার চিফ সেক্রেটারি লেভেলের মিটিং উত্তর প্রবাহ অঞ্চলের রাজ্যগুলিকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে। মূলত লোকসভা নির্বাচনের প্রাক্কালে এবং লোকসভা নির্বাচন চলাকালীন রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং মহিরাজ্য থেকে কোন ধরনের নেশা জাতীয় দ্রব্য রাজ্যে প্রবেশ করতে না পারে এবং পাশাপাশি নেশা জাতীয় দ্রব্য বীর রাজ্যে পাচারণা হতে পারে তার জন্য এই নাকা পয়েন্টগুলি জোরদার করা হয়েছে। এরই পাশাপাশি বিভিন্ন রাজ্যের নাকা পয়েন্টগুলি কেও সরাসরি পুলিশ জোরদার করছে বলে উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন। তাছাড়া নেশা জাতীয় দ্রব্যের পাশাপাশি কোন ধরনের আগ্নেয়াস্ত্র যাতে এই সময় নাকা পয়েন্টগুলি দিয়ে পারাপার না হতে পারে তার উপর ও একটু নজর রাখা হচ্ছে বলে উত্তর জেলা পুলিশ সুপার জানিয়েছেন। সার্বিকভাবে মানুষকে সুষ্ঠ এবং নিরাপত্তা দিয়ে ভোট গ্রহণ করব সম্পন্ন করা হচ্ছে মূল উদ্দেশ্য। প্রশাসন এসব বিষয় নজর রেখেই কাজ করে চলেছে।