আগরতলা,১ এপ্রিল: নেশা মুক্ত ত্রিপুরা গঠনে যুদ্ধ জারি রেখেছে ত্রিপুরা পুলিশ। কিন্তু নেশাসামগ্রী পাচার পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। পাচারকারীরা নতুন নতুন পন্থা অবলম্বন করে নেশা সামগ্রী পাচার করছে। এরই মধ্যে বহি:রাজ্যে গাঁজা পাচার করতে গিয়ে চুরাইবাড়ি পুলিশের হাতে আটক পাঁচ যুবক।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ সকালে চুড়াইবাড়িতে নাকা চেকিংয়ের সময় পুলিশ একটি সন্দেহভাজন গাড়িতে আটক করে। ধর্মনগর থেকে করিমগঞ্জের দিকে এএস০১এফসি ২৫৩৫ নম্বরের একটি ছোট বাস যাচ্ছিল। তখন চুরাইবাড়ি নাকা পয়েন্টে থাকা পুলিশ সন্দেহভাজন গাড়িটি আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে সুভাষ কুমার ও রাখব নামে দুইজন যুবককে আটক করে। তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে ধর্মনগর থেকে করিমগঞ্জের দিকে যাওয়া এএস২৪সি ৬১৭১ নম্বরের দ্বিতীয় বাসটি আটক করে। দ্বিতীয় বাসটি আরও তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৭ কেজি গাজা উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।