নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ: শনিবার গভীররাত ও রবিবার সকালের বৃষ্টিপাতের জেরে সারা রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্থ হয়েছে বিভিন্ন এলাকা। এদিন সকালের প্রবল ঘূর্ণিঝড়ে দীর্ঘ ৫০ বছর পুরনো গাছ ভেঙে পড়ে জিবি হাসপাতালের প্রবেশ পথ বন্ধ হয়ে যায়। গাছ বেশ কিছু সময় বন্ধ ছিল হাসপাতালের প্রবেশ দ্বারের যাতায়াত।
যদিও যুদ্ধকালীন পরিস্থিতিতে গাছ সরিয়ে যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে রাস্তা। এদিনের হাসপাতালের আশেপাশে থাকা দোকানপাটও ক্ষতিগ্রস্থ হয়েছে এই ঘটনায়। বিদ্যুৎ এর তার ছিঁড়ে পড়ে একপ্রকার ঝুঁকিপূর্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এদিনের এই ঘূর্ণিঝড়ের ফলে। প্রায় দুঘন্টার চেষ্টায় এদিন স্বাভাবিক হয়েছে জিবি হাসপাতাল চত্বরের যান চলাচল।
এদিকে এমবিবি বিমান বন্দরের টার্মিনাল ভবনও এদিনের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। টার্মিনাল ভবনের একটা অংশের টিন সহ অন্যান্য সামগ্রী ঝড়ে উড়ে গেছে। মাটিতে খুলে পড়ে দুটি এসি বক্স।
এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় এই ঝড় বৃষ্টির জেরে বাড়িঘর ভেঙেছে অনেকের। ক্ষতিগ্রস্থ হয়েছেন কৃষকেরাও। এদিকে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে দুইজনের। সব মিলিয়ে রবিবারের এই আচমকা ঝড় বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে।