বিশ্বহিন্দু পরিষদের করিমগঞ্জ জেলা কমিটি পুনর্গঠন

করিমগঞ্জ (অসম), ৩১ মার্চ (হি.স.) : বিশ্বহিন্দু পরিষদের পুরনো কমিটি ভেঙে করিমগঞ্জ জেলার নতুন কমিটি গঠন করা হলো । এ উপলক্ষে রবিবার চরবাজারে গৌড়ীয় মঠে এক সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছে। সভায় বিশ্বহিন্দু পরিষদের প্রান্ত সমিতি, জেলা কমিটি, বজরং দল, দুর্গা বাহিনী, গোরক্ষক বাহিনী সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভার প্রথম অংশে পুরনো কমিটির সময়কালে যে সব সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান সহ বিভিন্ন কাজ হয়েছে, তার সম্পূর্ণ খতিয়ান তুলে ধরা হয়। বিশ্বহিন্দু পরিষদের পক্ষ থেকে রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্য়ে ঘরে ঘরে অক্ষয় চাল, মন্দিরে ছবি ও নিমন্ত্রণ পত্র বিতরণ করা হয়েছে। মন্দিরে মন্দিরে পূজার আয়োজন করা হয়েছে। রাম মন্দিরের জন্য বিশ্বহিন্দু পরিষদ যে আন্দোলন শুরু করেছিল, তা সফল হয়েছে বলে সভায় উল্লেখ করা হয়।

এদিন নতুন কমিটি গঠনের জন্য সভার সভাপতিত্বে ছিলেন সমর ঘোষ। সভায় দক্ষিণ অসম প্রান্ত সমিতির সমীর দাস বলেন দুবছর পর পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা নিয়ম রয়েছে। তাই আজ জেলার পুরনো কমিটি দেওয়া হলো। পরবর্তীতে তিনি নতুন কমিটি ঘোষণা করেন।

তিনি এক এক করে নতুন কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করেন। নতুন কমিটির সভাপতি বিশ্বজিৎ নাগচৌধুরী, সহ–সভাপতি হিমাদ্রি দাস, সম্পাদক সজলচন্দ্র দে, সহ–সম্পাদক অভিষেক চক্রবর্তী, অলক দত্ত, প্রিয়তোষ নাথ, কোষাধ্যক্ষ সুজিৎ সিনহা, বজরং দল সংযোজক বাপন চক্রবর্তী, মাতৃশক্তি গোপারানি সিনহা, দুর্গা বাহিনী প্রন্থা চক্রবর্তী, প্রিয়াঙ্কা নাথ, সৎসঙ্গ প্রমুখ রত্নেশ্বর রায়, ধর্ম প্রসার প্রমুখ সুদীপ দাস, গোরক্ষা প্রমুখ বিকাশ সিনহা, গোরক্ষা সংযোজক হীরালাল রবিদাস, সামাজিক সমরসভা রাধেশ্যাম রবিদাস, সেবা প্রমুখ শ্যামপদ সিনহা, প্রচার প্রমুখ উত্তম মুহরী।

তাছাড়া রয়েছেন আরও তিন জন কার্যনির্বাহী সদস্য। তাঁরা যথাক্রমে বাপ্পা দেব, সুজয় ধর, কাজল সূত্রধর। সভায় সকলের সম্মতিতে কর্মে কমিটি গ্রহণ করা হয়। নতুন কমিটি গঠন করার পর কমিটির উপর বিশেষ কিছু দায়িত্ব প্রদান করা হয়। রাম নবমী, হনুমান জয়ন্তী ও সীতা নবমী পূজার আয়োজন করার দায়িত্ব দেওয়া হয়েছে নবগঠিত কমিটিকে।

আগামী ৯ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত রাম নবমী চলবে। লোকসভা নির্বাচনের জন্য খুব বেশি জাঁকজমক ভাবে করা হবে না। তবে সংখ্যায় বেশি করার প্রয়াস করা হবে বলে সম্পাদক সজলচন্দ্র দেব জানান। একইভাবে ২৩ এপ্রিল হনুমান জয়ন্তী উদযাপন করা হবে। পশাপাশি ১৭ মে সীতা নবমী পূজার আয়োজন করা হবে বলে তিনি জানান। এছাড়া বিভিন্ন সংগঠনে সদস্যদের প্রশিক্ষণ দেওয়া ব্যবস্থা করা হবে।

এদিনের জেলা বৈঠকে উপস্থিত ছিলেন প্রান্ত, জেলা ও প্রখণ্ডের ৬৩ জন কার্যকর্তা। আগামীদিনে আরও অধিক গতিতে সংগঠন এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন নব নিযুক্ত সম্পাদক সজল দাস।

উল্লেখ্য, জেলার অন্তর্গত ছিল রামকৃষ্ণনগর। তবে পরিষদের কাজ বেড়ে যাওয়ায় সম্প্রতি রামকৃষ্ণনগরকে পৃথক জেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এদিনের জেলা বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রান্ত গোরক্ষা প্রমুখ পঙ্কজ শ্যাম, প্রান্ত সোশাল মিডিয়া প্রমুখ মহেশ ভট্টাচার্য, সহ–প্রমুখ মৈনাক দেব, প্রান্ত সহ–প্রচার ও প্রসার প্রমুখ সুজয় শ্যাম সহ অন্যান্যরা।

আজ রবিবার বিশ্বহিন্দু পরিষদ জেলার প্রচার ও প্রসার প্রমুখ উত্তম মুহূরি এক প্রেসবার্তায় এ খবর জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *