নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.) : মূল্যবৃদ্ধি, বেকারত্ব, অর্থনৈতিক বৈষম্য এবং মেরুকরণই হবে আগামীকালের মেগা সমাবেশের মূল বিষয়বস্তু, শনিবার এই মন্তব্য করেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ। রবিবার দিল্লির রামলীলা ময়দানে মেগা সমাবেশ করতে চলেছে বিরোধী জোট “আইএনডিআই”। এপ্রসঙ্গে কংগ্রেস নেতা জয়রাম রমেশ দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে আয়োজিত একটি যৌথ সাংবাদিক সম্মেলনে একথা বলেন। তিনি বলছেন, সমাবেশের মূল বিষয় হবে মূল্যস্ফীতি, বেকারত্ব, অর্থনৈতিক বৈষম্য এবং মেরুকরণ।
তিনি আরও বলেন, ৩১ মার্চের সমাবেশ হচ্ছে গণতন্ত্র ও সংবিধান বাঁচানোর সভা, তাই এই জনসমাবেশের নাম ‘গণতন্ত্র বাঁচাও সমাবেশ’। জয়রাম রমেশ এদিন সাংবাদিক সম্মেলনে আরও বলেন, ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শেষ হওয়ার পরে, এটি “আইএনডিআই” জোটের একটি বড় সমাবেশ হতে চলেছে। এই সমাবেশে জোটের অনেক সদস্যই উপস্থিত থাকবেন।