নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ: ৩৫ বছর ধরে বাম এবং কংগ্রেস দল মিলে রাজ্যটাকে পুরো শেষ করে দিয়েছে। ২০১৪ সালের পর থেকে মানুষ বুঝতে পেরেছে পরিবর্তন প্রয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে এই উন্নয়নের ধারা দেখে সাধারণ মানুষ সহ বুদ্ধিজীবী প্রত্যেকেই উপলব্ধি করতে পেরেছে এই সর্বনাশা সরকারের অবসান করা প্রয়োজন। আজ মুক্তধারা অডিটোরিয়ামে রাজ্যের বুদ্ধিজীবীদের নিয়ে এক মতবিনিময় সভায় এভাবে সিপিএম এবং কংগ্রেস দলকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।
তিনি বলেন, ২৫ বছর বামেরা গুছিয়ে মিথ্যা কথা বলে সাধারণ মানুষকে বোকা বানিয়েছে। তার আগে ১৫ বছর কংগ্রেস একই কাজ করে গেছে। এখন বাম এবং কংগ্রেস যারা চিরশত্রু ছিল তারাই জোটে পরিণত হয়েছে। কিন্তু সিপিআইএম এবং কংগ্রেস জোট বলতে তাদের লজ্জা হয়। সেজন্যই নিজেদেরকে ইন্ডিয়া জোটের নামে প্রচারের আলোতে আনছেন। মুখ্যমন্ত্রী এদিন কড়া ভাষায় বলেন, এই অশুভ জোটকে মেনে নেবে না রাজ্যের মানুষ। ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সাধারণ মানুষের উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একের পর এক প্রকল্প এনেছেন। কিন্তু বিরোধী আমলের তার কিছুই লক্ষ্য করেনি সাধারণ নাগরিক। এদিন বিরোধীদের প্রসঙ্গে এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী।
এদিনের এই সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভুয়শী প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে দেশ এগিয়ে চলেছে। নিরাপত্তা, ধর্মীয় ভাবনা, খেলাধুলা প্রতিটি ক্ষেত্রেই ভারতের নাম এখন উঠে এসেছে। তিনি বলেন, আগে ভারতকে অন্যান্য দেশ পিছিয়ে পড়া একটা দেশ হিসেবেই জানতো। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই দেশ এখন এগিয়ে চলেছে। প্রতিটি ক্ষেত্রেই ভারতের নাম উজ্জ্বল হচ্ছে। তাই সাধারন মানুষের উন্নয়ন এবং দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এই লোকসভা আসনে বিজেপি সরকারই একমাত্র ভরসা বলে দাবি করেন তিনি।

