দুর্গাপুর, ৩০ মার্চ (হি.স.): পূর্ব বর্ধমানের কামনাড়ার গৌর কালীবাড়ি মন্দিরে পুজো দিলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পুজো দিয়ে তিনি সবার মঙ্গল কামনা করেন।
এদিকে, শনিবার ভোটপ্রচারের গিয়ে আবার বেলাগাম দিলীপ। এ বার পুজো দিতে গিয়ে পুরোহিতকে দিলীপ বললেন, ‘‘মাকে বলুন যাতে বর্ধমান দুর্গাপুরের সম্মান রাখতে পারি। বহিরাগতরা যেন জামাকাপড় খুলে রেখে চলে যায়।’’ প্রসঙ্গত, ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজ়াদকে আগে থেকেই ‘বহিরাগত’ বলে কটাক্ষ করেছেন দিলীপ।