নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.): দু”দিনের স্বামীই ইডি-র হাতে গ্রেফতার, উভয়েই রয়েছেন ইডি-র হেফাজতে। অরবিন্দ কেজরিওয়াল ও হেমন্ত সোরেনের কথা হচ্ছে। এই পরিস্থিতিতে শনিবার দিল্লিতে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল এবং ঝাড়খন্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন সাক্ষাৎ করেন।
কেজরিওয়ালের স্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর হেমন্তের স্ত্রী কল্পনা বলেছেন, দুই মাস আগে ঝাড়খণ্ডে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনাই এখন দিল্লিতে। আমার স্বামী হেমন্ত সোরেনের মতোই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও জেলে পাঠানো হয়েছে… আমি সুনিতা কেজরিওয়ালজির সাথে দেখা করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এর বিরুদ্ধে লড়াই করব। আমি আগামীকাল রামলীলা ময়দানে আইএনডিআই জোটের সমাবেশে যোগ দেব।