প্রথম দিনেই লঙ্কানদের ৩০০ রান, মাত্র ৪ উইকেট হারিয়ে

চট্টগ্রাম, ৩০ মার্চ (হি.স.) : প্রথম টেস্টে হারের পর বাংলাদেশ চেয়েছিল এই টেস্ট জিততে। কিন্তু চট্টগ্রাম টেস্টে প্রথম দিনেই কোণনঠাসা বাংলাদেশ। প্রথম দিনটা পুরোপুরিই শ্রীলঙ্কার। ৩ সেশনেই আধিপত্য বিস্তার করে খেলেছে লঙ্কারা। অবশ্য শ্রীলংকার এই সাফল্যের পেছনে বাংলাদেশের ফিল্ডিংকে দায়ী করতেই হবে। কারণ বেশ কয়েকটা সহজ সুযোগ হাতছাড়া করেছে স্বাগতিকরা।

৩ লঙ্কান ব্যাটসম্যান নিশান মাদুস্কা, দিমুথ করুনারত্নে ও কুশল মেন্ডিস হাফ সেঞ্চুরি করে আউট হয়েছেন। করুনারত্নে(৮৬) ও মেন্ডিস(৯৩) সেঞ্চুরির খুব কাছে গিয়ে আউট হয়েছেন। টেস্ট অভিষেকে ২ উইকেট নেওয়া হাসান মাহমুদ ছিলেন বাংলাদেশের দিনের সেরা বোলার। তিনি নেন দুটি উইকেট। শ্রীলঙ্কা দিন শেষ করেছে ৪ উইকেটে ৩১৪ রানে। ক্রিজে আছেন দিনেশ চান্ডিমাল (৩৪) ও ধনাঞ্জয়া ডি সিলভা (১৫)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *