ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। শুধু সোনা আর সোনা। স্বর্ণপদকের জোয়ার। এযাবৎ কালের মধ্যে সর্বাধিক সংখ্যক স্বর্ণপদক প্রাপ্তির রেকর্ড গড়েছে ত্রিপুরা দল। নেপালে আয়োজিত ইন্ডো-নেপাল আন্তর্জাতিক মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে। ত্রিপুরা দলের অ্যাথলেটরা এই প্রতিযোগিতায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। ৭৩ টি স্বর্ণপদক সহ মোট ৮৬টি পদক জয়ের অন্যতম রেকর্ড করেছেন ত্রিপুরা দলের খেলোয়াররা। এর মধ্যে রৌপ্য পদক রয়েছে নয়টি। ভারতীয় কনটিনজেন্টে যে সকল খেলোয়াড়রা ছিলেন তাদের মধ্যে সাফল্যের বিচারে ত্রিপুরা দল আবার চ্যাম্পিয়ন শিরোপাও পেয়েছে। যে ক্ষেত্রে প্রথম রানার্স আপ হয়েছে পাঞ্জাব দল এবং হরিয়ানা পেয়েছে দ্বিতীয় রানার্স আপের স্বীকৃতি। উল্লেখ্য প্রথম দিনের প্রতিযোগিতায় ত্রিপুরার অ্যাথলেটরা ৩৪ টি স্বর্ণপদকসহ ৪৩ টি পদক পেয়েছিলেন। দ্বিতীয় দিনও পেয়েছে মোট আরো ৪৩ টি পদক। সব মিলে মোট ৮৬ টি পদকসহ চ্যাম্পিয়ন ট্রফি বিজয়ের সাফল্য নিয়ে রাজ্য দল এক প্রকার নেপাল জয় করে ফিরছেন। ত্রিপুরা মাস্টার্স অ্যাটলেটিক্স অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে খেলোয়ারদের প্রতি অভিনন্দন জানাচ্ছে।
2024-03-29