২য় ম্যাচেই জয়ে ফিরলো ভগিনী নিবেদিতা ব্যাটিং ব্যর্থতায় ভুগছে নিউ প্লে সেন্টার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দ্বিতীয় ম্যাচেই জয়ে ফিরেছে ভগিনী নিবেদিতা মহিলা সমিতি ক্রিকেট দল। তাও নয় উইকেটের বড় ব্যবধানে নিউ প্লে সেন্টারকে হারিয়ে। সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মূলক ৫০ ওভারের ক্রিকেট টুর্নামেন্টের লিগ পর্যায়ের খেলা। বুধবার টুর্নামেন্টের প্রথম দিনে ভগিনী নিবেদিতার দল নিজেদের প্রথম ম্যাচে এডি নগর প্লে সেন্টারের কাছে ৫ উইকেটে হেরে প্রাথমিক একটা ধাক্কা খেলেও দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে ভগিনী নিবেদিতা মহিলা সমিতি ক্রিকেট দল। বামুটিয়ার তালতলা স্কুল মাঠে খেলা। সকালে ম্যাচ শুরুতে নিউ প্লে সেন্টার প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেলেও তা তেমন কাজে লাগাতে পারিনি। ৩০.৫ ওভার খেলে ৫৯ রানে ইনিংস গুটিয়ে নিলে নিবেদিতা মহিলা সমিতি দল ২৯ বল খেলে এক উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। ভগিনী নিবেদিতা দলের সুপ্রিয়া দাসের ৩০ রান, পূজা দাসের ১৬ রান উল্লেখযোগ্য। বোলিংয়ে অস্মিতা দাস চার রানে পাঁচটি উইকেট তুলে নেয়। তাছাড়া, পূজা দাসও পেয়েছে দুই রানে তিনটি উইকেট। সুপ্রিয়া পেয়েছে একটি উইকেট। তবে ব্যাটে বলে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে পূজা দাস পেয়েছে প্লেয়ার অফ দা ম্যাচের খেতাব।