তৃণমূল কর্মীদের গ্রেফতার করতে এনআইএ-বিজেপি আঁতাত, কুণালকে তোপ বিরোধীদের

কলকাতা, ২৯ মার্চ (হি.স.) : রাজ্য তৃণমূল নেতা কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন, ”বিজেপির দেওয়া তালিকা অনুযায়ী কি কাল তৃণমূলের কিছু কর্মীকে গ্রেফতার করবে এনআইএ?” শুক্রবার এক্স হ্যান্ডলে এনআইএ-কে যুক্ত করে পোস্ট করার পাশাপাশি সাংবাদিক সম্মেলনেও এ নিয়ে অভিযোগ ও প্রশ্ন তুলেছেন তিনি।

এই প্রসঙ্গে প্রতিক্রিয়ায় বিজেপি নেতা সজল ঘোষের দাবি, ”আমরা তথ্য দিলেই কি গ্রেফতার হচ্ছে নাকি? আগে তো তদন্ত হবে, সেই তথ্য ঠিক কিনা। তাছাড়া, নির্বাচনের আগে কি কেউ এনআইএ কাউকে গ্রেফতার করতে পারে? উনি আসলে জ্যোতিষী হয়ে গিয়েছেন। কদিন আগে বলেছিলেন কে কত ভোট পাবে। আর এখন বলছেন কবে এনআইএ অভিযান হবে?”

সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ”কুণালবাবু যে অভিযোগ করেছেন। তার মানে উনি ব্যক্তিগত ভাবে জানেন যে তালিকা আছে এনআইএ-এর। কারণ ওঁদের দলের সঙ্গে বিজেপির একটি অংশের ভাল যোগাযোগ রয়েছে। তাই জেনেবুঝেই কুণালবাবু এই অভিযোগ করেছেন। তাহলে কুণালবাবুকেই জিজ্ঞাসাবাদ করে এর তদন্ত হওয়া উচিত। এটা তো মারাত্মক অভিযোগ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *