উত্তর ২৪ পরগনা, ২৮ মার্চ (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করার প্রতিবাদে বৃহস্পতিবার বারাসত চাঁপাডালির মোড় অবরোধ করে বিক্ষোভ দেখালো আম আদমি পার্টির কর্মীরা। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতাকে গ্রেফতার করা নিয়ে উত্তর ২৪ পরগনা জেলায় বৃহস্পতিবার বেলা এগারোটা ত্রিশ নাগাদ বারাসত চাঁপাডালির মোড় অবরোধ করে জেলার আম আদমি পার্টির কর্মীরা। কিছুক্ষণ বিক্ষোভ দেখায় তাঁরা। বারাসত থানার পুলিশ এসে অবরোধ তোলে।
প্রসঙ্গত, অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা নিয়ে গত সপ্তাহ থেকে তুমুল হইচই হচ্ছে জাতীয় রাজনীতিতে। লোকসভা ভোটের আগে এই গ্রেফতারিতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ফের কেন্দ্রীয় সংস্থাকে অপব্যবহারের অভিযোগ শানিয়েছে বিরোধীরা।