বালুরঘাট, ২৭ মার্চ (হি. স.) : নিজের ওয়ার্ডে ‘চায়ে পে চর্চা’র মধ্য দিয়ে নির্বাচনি প্রচার শুরু করলেন বালুরঘাট আসনের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার । বুধবার সকালে বালুরঘাট শহরের ২২ নম্বর ওয়ার্ডের সন্ধ্যা সিনেমা হল সংলগ্ন এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে চায়ে পে চর্চা করেন সুকান্ত। এরপর দেওয়াল লিখনে যোগ দেন। শেষে নিজের ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন সুকান্ত।
গত পাঁচ বছরে মোদী সরকার তাঁর নির্বাচনি কেন্দ্রে কী কী উন্নয়ন করেছে, তার খতিয়ান তুলে ধরে লিফলেট বিলি করেন সুকান্ত। প্রচারে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া মিলেছে বলেই দাবি বিজেপি প্রার্থীর। এদিন তার সঙ্গে প্রচারে ছিলেন বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি শুভ চক্রবর্তী, টাউন সভাপতি সমীর প্রসাদ দত্ত সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।