পশ্চিম বর্ধমান, ২৭ মার্চ (হি.স.) : মেদিনীপুরে প্রচারে এসে বুধবার দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পড়তে হল জুন মালিয়াকে।
মেদিনীপুর শহরের ১৪ নম্বর ওয়ার্ড থেকে প্রচার শুরুর সময় তাঁকে দলীয় কর্মীদের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হয়। হুড খোলা গাড়িতে চড়ে পথযাত্রা করতে গিয়ে এই ঘটনা ঘটে। তাঁর পাশে সদ্য তৃণমূলে যোগ দেওয়া কাউন্সিলার অর্পিতা রায় নায়েকের বিরুদ্ধে ক্ষোভ দেখান কয়েকজন তৃণমূল কর্মী।
সম্প্রতি অর্পিতাকে দলে যোগদান করিয়েছেন জুন। যা মেনে নিতে পারছেন না দলের একাংশ। তাঁরাই বিক্ষোভ দেখান এদিন। বিক্ষোভের মুখে পড়ে গাড়ি থেকে নেমে যেতে বাধ্য হন অর্পিতা নায়েক।
ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে কোনওরকম আলোচনা ছাড়াই সম্প্রতি অর্পিতাকে দলে যোগদান করিয়েছে জুন এমনই অভিযোগ বিক্ষুব্ধ কর্মীদের। তাঁদের অভিযোগ, “অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যাঁরা আমাদের দলকে অপমান করে বেরিয়ে গেছেন, তাঁদের আর দলে নেওয়া হবে না। তা সত্ত্বেও অর্পিতা রায়কে নেওয়া হয়েছে। আমাদের সেই সময়ের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সঙ্ঘমিত্রা পালকে কোনও মিটিং মিছিলে ডাকা হচ্ছে না।”
যাঁর বিরুদ্ধে এত অভিযোগ সেই অর্পিতা নায়েকের দাবি, “তিনি মিছিলে ছিলেন। কিন্তু কোনও গন্ডগোলা তাঁর নজরে আসেনি। তাঁর কথায়, জুনদি আমাকে গাড়িতে উঠে আসতে বলেছিলেন। চেয়ারম্যানও একই কথা বলেছিলেন। কোথায় কী হয়েছে আমি দেখিনি।