আগরতলা, ২৭ মার্চ : পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে এখনো পর্যন্ত মোট নয়টি মনোনয়ন জমা পড়েছে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার ডাঃ বিশাল কুমার।
এদিন তিনি বলেন, আজ বিজেপির পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী দীপক মজুমদার এবং কংগ্রেসের পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থী আশীষ কুমার সাহা মনোনয়নপত্র দাখিল করেন।
১-ত্রিপুরা পশ্চিম লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করতে ইতিমধ্যেই বহুজন মুক্তি পার্টির ব্রজলাল দেবনাথ, নির্দল প্রার্থী রমেন্দ্র রিয়াৎ, রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া (এ) এর অর্ণব রায়, নির্দল প্রার্থী বলরাম দেববর্মা, নির্দল প্রার্থী (আদি বিজেপি) মিলনপদ মুড়াসিং, আমরা বাঙ্গালী দলের প্রার্থী গৌরী শঙ্কর নন্দী, এসইউসিআই (সি) এর প্রার্থী অরুণ কুমার ভৌমিক মনোনয়নপত্র জমা দিয়েছেন। উল্লেখ্য, আগামী ১৯ এপ্রিল ১-ত্রিপুরা পশ্চিম লোকসভা আসনে ভোট গ্রহণ করা হবে। মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয় থেকে আজ এই সংবাদ জানানো হয়েছে।
এদিন তিনি আরও বলেন, আগামীকাল সকাল ১১টা থেকে মনোনয়ন পত্র স্ক্রুটিনির কাজ শুরু হবে। ৩০ মার্চ মনোনয়ন পত্র প্রত্যাহার করা যাবে বলে জানান তিনি।