মালবাহী ট্রাক ও স্কুটির সংঘর্ষে গুরুতর আহত এক

শান্তিরবাজার, ২৬ মার্চ : মালবাহী ট্রাক ও স্কুটির সংঘর্ষে গুরুতর আহত হয়েছে একজন ব্যক্তি। বাইখোড়া থানা সংলগ্ন এলাকার স্থানীয় মানুষ আহতকে উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে গিয়েছেন। ওই দুর্ঘটনাকে কেন্দ্রকরে ক্ষুব্ধ স্থানীয় লোকজনেরা।

ঘটনার বিবরনে জানা গিয়েছে, মঙ্গলবার বাইখোড়া থানা সংলগ্ন এলাকায় টি আর ০১ আর ১৫০৩ নাম্বারের মালবাহী ট্রাকের সঙ্গে টি আর ০৮ এফ ৭৪৭১ নাম্বারের স্কুটির মধ্যে সংঘর্ষ ঘটে। এতে করে স্কুটিচালক জাতীয় সড়কে ছিটকে পরে গিয়ে গুরতর আহত হয়েছে। দুর্ঘটনার পরবর্তী সময় দেখা যায় রাস্তায় পরে থাকা দুর্ঘটনাগ্রস্থ লোককে কেউ কোনোপ্রকার সহায়তা করছে না। দুর্ঘটনাস্থলে নাকা চেকিং পয়েন্টে কর্তব্যরত টি আর জোওয়ারাও কোনোপ্রকার সহায়তা করেন নি বলে অভিযোগ।

দুর্ঘটনার খবর পেয়ে পাশ্ববর্তী ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরের প্রভুজি করুনেশ্বর মাধব দাস ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করতে গেলে সেখানে কর্তব্যরত অমল দত্ত নামে এক টি এস আর জোওয়ান প্রভুর উপর আক্রমন করে বলে অভিযোগ। প্রভুর উপর আক্রমন করার পরবর্তীসময় স্থানীয় লোকজনেরা একত্রিত হয়ে জাতীয় সড়ক অবরোধ করে থানার ওসির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন।

এলাকাবাসীর অভিযোগ, বাইখোড়া থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস সঠিকভাবে নিজ দায়িত্ব পালন করেননা। তিনি সর্বদা নিজ দায়িত্ব এরিয়ে আগরতলা বাসভবনে ছুটে যান। আজকের দিনেও পথ অবরোধে ও দুর্ঘটনায় বিক্ষোভ প্রদর্শনে ওসি কে দেখাযায়নি। তিনি আগরতলা চলে গেছেন বলে জানা গিয়েছে। অপরদিকে, লোকজনের অভিযোগ থানাও কোনোপ্রকার মামলা নিয়ে গেলে ওসি মামলা রাখেননা। তিনি প্রতিনিয়ত মামলা মিমাংসা করে ফেলার জন্য পরামর্শ দিয়ে থাকেন। বাইখোড়া থানার নাকের ডকায় ১৫ টি মদের দোকান, ১০ টি গরুর গাড়ী, ৭ টি বালুর গাড়ী, বাইখোড়া পুরাতন মদের কাউন্টারে বসা তিন তাসের আসরথেকে মাসিক অর্থ আদায় করার অভিযোগ রয়েছে। এছারা চিনির আরালে নেশাদ্রব্য বিক্রির জন্য নিবাস সাহা সহ অন্যান্য ড্রাগস মাফিয়াথেকে মাসে মোটা অঙ্কের অর্থ আদায় করার অভিযোগ রয়েছে ওসির বিরুদ্ধে ।

ওসির কার্যকলাপে ক্ষুব্ধ বাইখোড়ার লোকজেনেরা। আজকের বিক্ষোভে ওসির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উবরেদেয় এলাকাবাসী। বাইখোড়া বাসীর ক্ষোভের বহিরপ্রকাশদেখে প্রভু করুনেশ্বরমাধব দাস ঘটনাস্থলে গিয়ে ক্ষুব্ধ লোকজনদের শান্তকরে পথ অবরোধ মুক্ত করেন। প্রভু করুনেশ্বর মাধব দাস পথ অবরোমুক্ত করে আহত ব্যক্তির খোঁজ খবর নিতে ছুটে গিয়েছেন শান্তির বাজার জেলাহাসপাতালে। জানা যায় দুর্ঘটনাগ্রস্থ ব্যাক্তির অবস্থা আশঙ্কাজনক দেখে আহত ব্যক্তিকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত ব্যক্তি পূর্ব পিলাক এলাকার বাসিন্দা পূর্নচরন ত্রিপুরা।