নয়াদিল্লি, ২৬ মার্চ (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী তথা এএপি প্রধান অরবিন্দ কেজরিওয়াল বর্তমানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হেফাজতে রয়েছেন। আবগারি দুর্নীতিকাণ্ডে ইডি তাঁকে গ্রেফতার করার পর থেকেই উত্তপ্ত রাজধানী। দফায় দফায় বিক্ষোভ, প্রতিবাদ চলছে। এর মধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করবেন এএপি-র কর্মী-সমর্থকেরা। প্রশাসনও তৎপর। আপের এই কর্মসূচি ঘিরে উত্তাল হতে পারে দিল্লি। ইতিমধ্যেই নিরাপত্তা আঁটোসাঁটো করেছে দিল্লি পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভ প্রদর্শনের জন্য এএপি-কে কোনও অনুমতি দেওয়া হয়নি। দিল্লির প্যাটেল চক মেট্রো স্টেশনের বাইরে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।