বাঁকুড়া, ২৫ মার্চ (হি.স.): বাঁকুড়া জেলায় দোল উৎসবে রঙ খেলে বন্ধুদের সঙ্গে দামোদরে স্নান করতে গিয়ে ‘অবৈধ’ বালি খাদানের জলে তলিয়ে মৃত্যু হল দুই ভাইয়ের। মৃতদের নাম সোনু কুমার (১৫) ও সানি কুমার (১৩)। সোমবার বড়জোড়া থানার কৃষ্ণনগর এলাকার ঘটনা এটি।
স্থানীয় সূত্রে খবর, বিহারের বাসিন্দা প্রমোদ কুমার কর্মসূত্রে বড়জোড়ার রায় পাড়ার একটি বাড়িতে ভাড়া থাকেন। এদিন দোল উৎসবে রঙ খেলে অন্যান্য বন্ধুদের সঙ্গে সোনু ও সানি নামে ওই কিশোর স্থানীয় দামোদর নদীতে স্নান করতে যায়। সেখানেই অবৈধ বালি খাদানের জলে কোনভাবে তারা তলিয়ে যায়। পরে স্থানীয়রা ওই নদী থেকে দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।