বেঙ্গালুরু, ২৪ মার্চ (হি.স.): অতিমারির সময় ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা সমগ্র বিশ্ব মেনে নিয়েছে। ভারতীয় অর্থনীতি কিভাবে দ্রুত এগিয়েছে, তাও সমগ্র বিশ্ব দেখেছে। বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। তিনি আরও বলেছেন, উপযুক্ত ও সময়োপযোগী নীতি প্রণয়ন এবং আর্থিক সংস্কার কোভিড সমস্যা থেকে ভারতকে বেরিয়ে আসতে সাহায্য করেছে। রবিবার বেঙ্গালুরুতে থিঙ্কারস ফোরামের এক আলোচনা সভায় এই বক্তব্য রাখেন নির্মলা।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, ২০২০ থেকে ২২ সালের মধ্যে কোভিড এবং পরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে তৈরি হয়েছে আর্থিক সমস্যা। খাদ্যশস্য, জ্বালানি এবং সারের দাম বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি রাজস্ব সংগ্রহের পরিমাণ কমেছে। এই সময়ে বহু দেশে অতিরিক্ত মুদ্রা ছাপিয়ে সমস্যার সমাধানের যে চেষ্টা হয়েছিল, তাতে মুদ্রাস্ফীতি পৌঁছে যায় দুই অঙ্কে, বাজারে চাহিদা হ্রাস পায়, সুদ বৃদ্ধি পায় এবং সব মিলিয়ে অর্থনীতি মন্দার দিকে এগিয়ে চলে। তিনি আরও বলেন, কিন্তু ভারতে দরিদ্র মানুষের কাছে খাদ্যশস্য পৌঁছে দেওয়া হয়েছে, ক্ষুদ্র, মাঝারি এবং অতি ক্ষুদ্র শিল্পের পাশে সরকার দাঁড়িয়েছে, মহিলা ও প্রবীণদের প্রতি বিশেষ নজর দেওয়া হয়েছে, জনগণকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা হয়েছে, আর্থিক সংস্কারগুলির সম্সত পদ্ধতিকে আরও স্বচ্ছ করেছে এবং সহজে ব্যবসার পথও সুগম হয়েছে। উদ্যোগপতিদের দক্ষতা, দেশের কৃষক এবং যুব সমাজের হাত ধরে ভারতীয় অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়িয়েছে। কোভিড সমস্যা থেকে বেরিয়ে আসার ভারতের এই ফর্মুলা এখন সমগ্র বিশ্বে সমাদর লাভ করেছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান।
2024-03-24