পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থীর সমর্থনে আয়োজিত বৈঠকে অংশ নিলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ : একমাত্র নরেন্দ্র মোদীর গ্যারান্টিই জাতি জনজাতিদের উন্নয়ন সুনিশ্চিত করতে পারে। তাই এবারের লোকসভা নির্বাচনে উন্নয়নের লক্ষ্যে রাজ্যের দুটি আসনেই বিজেপির জয় নিশ্চিত করার দাবী জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী। রবিবারও এর ব্যতিক্রম হয়নি। এদিন পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কীর্তি সিং দেববর্মার সমর্থনে ধলাই জেলার আমবাসা টাউন হলে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এদিন ধলাই ও খোয়াই জেলার ১২ টি মণ্ডলের কার্যকর্তাদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এদিনের এই বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিরোধীদের উদ্দেশ্যে বলেন, রাজ্যে বাম শাসনে জনগণ উন্নয়ন প্রত্যক্ষ করেনি, শুধুমাত্র প্রতিশ্রুতিই দেখেছে। বিরোধী আমলে রাজ্যে শুধুই প্রতিশ্রুতি দিয়েই খালাস হত কাজ। তবে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মানুষ আসল উন্নয়ন লক্ষ্য করেছে। বিজেপি সরকার কাজে বিশ্বাসী। তাই শুধুমাত্র রাজ্যই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা উত্তর- পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছেন বলে দাবী করেন মুখ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকনির্দেশেই রাজ্য তথা দেশের সার্বিক উন্নয়ন সম্ভব। তিনিই পারেন ভারতকে নতুন দিশা দিতে। তাই রাজ্যের দুটি আসনে বিজেপির জয় নিশ্চিত করতে দলীয় কর্মীদের আরও সক্রিয়ভাবে কাজ করার উপদেশ দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, এই সরকার মহিলাদের কথা চিন্তা করেছে, সরকারী চাকুরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করেছে এই সরকার, মহিলাদের নিরাপত্তা প্রদান করার লক্ষ্যে সম্পূর্ণ মহিলা পরিচালিত ৯টি থানা চালু করেছে। এছাড়াও রাম মন্দির ইস্যুতেও প্রধানমন্ত্রীর ভুয়শী প্রশংসা করেছেন তিনি।

ধলাই জেলার অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী এদিন উত্তর জেলায় আয়োজিত সাংগঠনিক বৈঠকে অংশগ্রহণ করেছেন। উত্তর জেলার ধর্মনগরে এদিন উত্তর জেলা ও উনকোটি জেলার ১১টি মণ্ডলের কার্যকর্তা ও পদাধিকারিদের নিয়ে পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থীর সমর্থনে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ধর্মনগরে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিরোধীরা সবসময় কটাক্ষ করে বলে কোথায় রাজ্যে হিরা মডেল? বিরোধীরা হিরা মডেল এর মানেই বুঝতে পারেনা তাই দেখতে পায় না। তিনি বলেন, ত্রিপুরা এই ন্যাশনাল হাইওয়ে, ভারতের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে ত্রিপুরা , যেখানে স্ট্রং ইন্টারনেট পরিষেবা রয়েছে, বিভিন্ন এক্সপ্রেস ট্রেন এগুলি আগে কল্পনাই করা যেত না। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেয়েছেন, সংকল্প করেছেন তাই তা সম্ভব হয়েছে। সামনেই লোকসভা নির্বাচন, এই নির্বাচনে রাজ্যের দুটি আসনেই বিজেপির জয় নিশ্চিত বলে তিনি আশা ব্যক্ত করেছেন।

এদিন এই দলীয় কর্মসূচীতে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কীর্তি সিং দেববর্মা, মন্ত্রী টিংকু  রায়, মন্ত্রী বিকাশ দেববর্মা, সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *