নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.): বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা গোপাল রাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও আক্রমণ শানিয়েছেন তিনি। রবিবার এক সাংবাদিক সম্মেলনে গোপাল রাই বলেছেন, “কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করছেন প্রধানমন্ত্রী মোদী, কিনছেন বিধায়কদের।”
কেজরিওয়ালের গ্রেফতারি প্রসঙ্গে গোপাল বলেছেন, “দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে যেভাবে গ্রেফতার করা হয়েছে, তাতে দেশজুড়ে সেই সমস্ত মানুষ যারা সংবিধানকে ভালোবাসেন এবং সম্মান করেন, তাঁদের হৃদয়ে ক্ষোভ রয়েছে। এটা শুধু অরবিন্দ কেজরিওয়ালের কথা নয়, একে একে সমগ্র বিরোধীদের নিশ্চিহ্ন করার জন্য, প্রধানমন্ত্রী মোদী কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার করছেন, বিধায়কদের কিনছেন… হয় বিধায়কদের টাকা দিয়ে কেনা হচ্ছে অথবা তাঁদের বিজেপিতে যোগ দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। যারা বিক্রি হতে অথবা মাথা নত করতে প্রস্তুত নয়, তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হচ্ছে।”