নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.): বিরোধীদের আইএনডিআই জোটের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্র অনুরাগ সিং ঠাকুর। রবিবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “আইএনডিআই জোটের মানুষের বিবেক মারা গিয়েছে। তাঁদের বক্তব্য শুনলে বুঝবেন তারা ‘সনাতন ধর্ম’ শেষ করতে চায়। এমনকি তারা প্রধানমন্ত্রী মোদীকে গালি দিতেও দ্বিধা করে না।”
এদিন বিজেপির সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে অনুরাগ ঠাকুর আরও বলেছেন, “প্রথমদিকে আপনারা দেশকে ‘টুকড়ে টুকড়ে’ করতে চেয়েছিলেন এবং এখন আপনারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তাই করতে চান। প্রথমে তারা ‘টুকড়ে টুকড়ে’ গ্যাংয়ের পাশে গিয়ে দাঁড়াতেন, এখন তারা ‘টুকড়ে টুকড়ে’ দলকে নিজেদের দলে অন্তর্ভুক্ত করে… তাদের না কোনও নেতা, না কোনও নীতি, না কোনও উদ্দেশ্য আছে। তারা নিজেদের ইউপিএ জোটের নাম পরিবর্তন করেছে, কিন্তু তাদের আসল চেহারা একই রয়ে গিয়েছে।”