কোন দল কত আসন পাবে, ভবিষ্যদ্বাণী কুণাল ঘোষের

কলকাতা, ২৪ মার্চ (হি. স.): লোকসভা ভোটে কোন দল কত আসন পাবে? সেই নিয়ে আবারো একবার ভবিষ্যৎবাণী করলেন তৃণমূলের প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষ। রবিবার নিজের এক্স হ্যান্ডেলে নতুন করে বোমা ফাটালেন কুণাল। আগেরবার আসনপ্রাপ্তি নিয়ে আনুমানিক ফলাফলের কথা বলেছিলেন। আর এবার ভোটপ্রাপ্তির শতকরা হারের হিসেব দিলেন তিনি।
তিনি লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল এবার বাংলায় ৩০-৩৫ আসন পাবে, সংখ্যা বাড়তে পারে। ভোট শতাংশে গড়ে ৫৮-৬২% ভোট তৃণমূলের। বিজেপির ভোট শতাংশ কমবেশি ৩০ থেকে ৩২। আসন ৫ থেকে ১১-র মধ্যে। বাম এবং কংগ্রেসের আসন ০। ২৪.৩.২৪-এর পরিস্থিতি অনুযায়ী।’
উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা ভোটে বাংলা থেকে তৃণমূল ২২ আসনে জিতেছিল। তাদের ঝুলিতে এসেছিল ৪৩ শতাংশের কমবেশি ভোট। আর চব্বিশের নির্বাচনে তা লাফিয়ে বাড়বে ৫৮ থেকে ৬২ শতাংশ। অন্তত এমনটাই দাবি অভিজ্ঞ রাজনীতিক কুণাল ঘোষের। বিজেপির ফল সম্পর্কে তাঁর ভবিষ্যদ্বাণী, ৩০ থেকে ৩২ শতাংশ ভোট পাবে। পাঁচ থেকে ১১টি আসন গেরুয়া শিবিরের দখলে আসবে। গতবারের লোকসভা নির্বাচনে বাংলা থেকে ১৮ টি আসন পেয়েছিল বিজেপি। কুণাল ঘোষের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, চব্বিশের ভোটে তা অনেকটাই কমবে। তবে বাম-কংগ্রেসের শূন্যপ্রাপ্তি নিয়ে কোনও সংশয়ই রাখছেন না তৃণমূল নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *