লোকসভা ভোটের মুখে উত্তপ্ত ক্যানিং, তৃণমূলের বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা শুভেন্দু

ক্যানিং ও কলকাতা, ২৪ মার্চ (হি.স.): লোকসভা ভোটের মুখে ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের জীবনতলা। বিজেপির কর্মিসভায় হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির মণ্ডল সভাপতি-সহ আহত বেশ কয়েকজন। এই ঘটনায় সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার এক্স মাধ্যমে বিরোধী দলনেতা লিখেছেন, “লোকসভা নির্বাচনের আগে বাংলার রাজনীতিতে ফের রক্তপাত। ক্যানিং পূর্ব বিধানসভার বিজেপি কর্মীদের তৃণমূলের গুন্ডারা নির্মমভাবে আক্রমণ করেছে। ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লার ঘনিষ্ঠ সহযোগী, হোসেন শেখ; যার কুখ্যাতি সন্দেশখালির শেখ শাহজাহানের মতো, সে জঘন্য অপরাধ করেছে।”
উল্লেখ্য, লোকসভা ভোটের মুখে সওকত মোল্লার এলাকায়, ক্যানিংয়ের জীবনতলায় বিজেপির কর্মিসভায় হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার সকালে ক্যানিং পূর্ব বিধানসভার মঠের দিঘি এলাকায় বিজেপির ৩ নম্বর মণ্ডলের উদ্যোগে কর্মিসভা চলছিল। অভিযোগ, আচমকাই সেখানে হামলা চালায় তৃণমূল কর্মীরা। বিজেপি কর্মীদের মারধর করা হয়। আহত হন বিজেপির ৩ নম্বর মণ্ডলের সভাপতি সুব্রত দাস-সহ বেশ কয়েকজন। দু’জনকে হাসপাতালে ভর্তি করার পর, অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তরিত করা হয়। বিজেপির তরফে নির্বাচন কমিশনে নালিশ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *