তিনদিনের রাজ্য সফর সারলেন অতিরিক্ত মহাপরিচালক  রবি গান্ধী, বিএসএফ (ইস্টার্ন কমান্ড)

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ: তিনদিনের রাজ্য সফরে ত্রিপুরায় এসে নিরাপত্তা সম্পর্কিত যাবতীয় বিষয়ের খোঁজখবর নিলেন অতিরিক্ত মহাপরিচালক  রবি গান্ধী, বিএসএফ (ইস্টার্ন কমান্ড)। গত ২২ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত তিনি ত্রিপুরায় অবস্থান করেছেন।

এই তিনদিনের সফরকালে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা সহ সীমান্তের বিভিন্ন অপারেশনাল এবং প্রশাসনিক দিক নিয়ে আলোচনা করেছেন তিনি।
তাঁকে স্বাগত জানিয়েছেন , আইজি বিএসএফ ত্রিপুরা, শ্রী প্যাটেল পীযূষ পুরুষোত্তম দাস, আইপিএস এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

আইজি বিএসএফ ত্রিপুরা এডিজিকে ত্রিপুরা সীমান্তের ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত বরাবর সাধারণ নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন।
পরিদর্শনের সময় অতিরিক্ত মহাপরিচালক, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। পাশাপাশি এই সফরকালে ক্যাম্পাস ঘুরে দেখেন এবং ফ্রন্টিয়ার সদর দফতর ত্রিপুরায় অফিসারদের সাথে মতবিনিময় করেন।

এডিজি আইজি বিএসএফ ত্রিপুরার সাথে, বেশ কয়েকটি বর্ডার আউট পোস্ট পরিদর্শন করেন যেখানে তিনি অপারেশনাল প্রস্তুতি পর্যালোচনা করেন এবং সীমান্তবর্তী এলাকায় উন্নয়নমূলক কাজের স্টক নেন।

পাশাপাশি তিনি আইসিপি শ্রীমন্তপুরও পরিদর্শন করেন, যেখানে তিনি ডেপুটি রিজিয়ন কমান্ডার, সরাইল এবং বিজিবি অফিসারদের সাথে মতবিনিময় করেন। তিনি আইসিপি আগরতলা এবং আইআরপিটি নিশ্চিন্তপুরের কার্যক্রমও পর্যালোচনা করেন। শালবাগানস্থিত বিএসএফ সদর দপ্তরে প্রহরী সম্মেলনে বক্তব্য রেখে তিনি সফর শেষ করেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *