সুপার ডিভিশন : ফিরতি লিগেও ব্লাডমাউথকে হারিয়ে সংহতি জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা ২৩ মার্চ ।। সংহতির কাছে আটকে গেল ব্লাডমাউথ ক্লাব। টিসিএ পরিচালিত সুপার ডিভিশন ক্রিকেট আসরে শনিবার পি টি এ গ্রাউন্ডে জমজমাট এই ম্যাচে সংহতি ক্লাব ১ উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো ব্লাডমাউথ ক্লাবকে। টস জিতে সংহতি ক্লাবের ক্রিকেটাররা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট হাতে ব্লাডমাউথ ক্লাবের ক্রিকেটাররা ৪৫.২ ওভার খেলে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১৪২ রান। দলের পক্ষে একমাত্র নিরুপম সেন চৌধুরী দুর্দান্ত মেজাজে ব্যাট করেন। নিরুপম ৮১ বল খেলে ৫১ রান করে। এছাড়া বিক্রম কুমার দাস ১৮, রবি ১০, আকাশ শর্মা ১৭, দেবরাজ দে ১২ রান করেন। অতিরিক্ত সাহেব ভরসা যোগায় ১২ রানের। বোলিংয়ে সংহতির হয়ে দুটি করে উইকেট দখল করে সঞ্জয় মজুমদার, শংকর পাল, ইয়াশজিত ও চিরঞ্জিত পালরা। একটি উইকেট দখল করে সারুখ হোসেন। জয়ের জন্য সংহতির সামনে টার্গেট দাঁড়ায় ১৪৩ রানের। যাকে পাল্টা খেলতে নেমে দল ৩৮ ওভারে ৯ উইকেট হারিয়ে জয়ের রান হাসিল করে নেয়। ব্যাট হাতে সংহতির হয়ে সম্রাট সূত্রধর ২৮, জয়দীপ বণিক ২০, বিক্রম দেবনাথ ১৪, অমিত আলি ২২, সঞ্জয় মজুমদার ২৩ রানে অক্ষত থেকে দলকে এই জয় এনে দিতে সক্ষম হলো। সুবাদে রোমাঞ্চকর জয় হাসিল করে নিলো সংহতি ক্লাব।