সিনিয়র ‌মহিলাদের টি-‌২০ ক্রিকেট ফাইনালে আজ জুটমিল – ব্লাডমাউথ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা ২৩ মার্চ ।। মহারণ আগামীকাল। খেতাব দখলের লড়াইয়ে মুখোমুখি হবে জুটমিল কোচিং সেন্টার এবং ব্লাডমাউথ ক্লাব। এম বি বি স্টেডিয়ামে রবিবার সকাল ১১ টায় শুরু হবে ম্যাচটি। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র মহিলাদের আমন্ত্রণমূলক টি-‌২০ ক্রিকেট আসরের। দুদলেরই আত্মপ্রকাশ এবছরই। দুদলই চাইছে আত্মপ্রকাশেই ঘরে ট্রফি তুলতে। ফাইনালে ফেভারিট হিসাবেই মাঠে নামবে জুটমিল সি সি। তবে বিনা লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়তে নারায় ঋজু সাহা-‌র ব্লাডমাউথ ক্লাব। দুদলেই রয়েছে একঝঁাক উদীয়মান ক্রিকেটার। দুদলই শনিবার হালকা অনুশীলন সেরে নেয়। জুটমিলের কোচ মনোজিৎ দাস খেতাব জয় করা নিয়ে যথেষ্ট আশাবাদী। এক সাক্ষাৎকারে জুটমিল কোচ বলেন,”আমার দল যথেষ্ট ব্যালান্সড। মেয়েরা যদি নিজেদের খেলাটা খেলতে পারে তাহলে আমরা খেতাব জয় করবোই। আশাকরি মেয়েরা হতাশ করবে না। ট্রফি জয় কপরেই মাঠ ছাড়বে”। এদিকে ২২ গজে জুটমিলকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ট্রফি জয় করতে মরিয়া ব্লাডমাউথ ক্লাবের ক্রিকেটাররাও। দলনায়িকা ঋজু সাহা মনে করছেন, এ ডি নগরকে পরাজিত করে দলীয় ক্রিকেটাররা মানসিকভাবে অনেকটাই‌ এগিয়ে। যা জুটমিলের বিরুদ্ধে ভালো খেলতে সাহায্য করবে।‌