নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ: শাসক দল বিজেপির পঞ্চায়েত মেম্বারের বাড়িতে নাশকতামূলক অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা মোহনপুর বিজয়নগর গ্রামের তিনঘরিয়া পাড়ায়।
অগ্নিকাণ্ডের এই ঘটনায় বাড়ির একটি গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যাবার পাশাপাশি আগুনে পুড়ে মৃত্যু হয় এক গাভী ছানার এবং আগুনে পুড়ে আহত হয় দুটি গাভী। শুক্রবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনাটি বাড়ির লোকেদের নজরে আসে। বাড়ির লোকজনদের চিৎকারে জড়ো হন পাড়ার লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ছুটে দমকল বিভাগের একটি ইঞ্জিন। দমকল কর্মী ও পাড়া প্রতিবেশীদের যৌথ প্রচেষ্টায় প্রায় একঘন্টা বাদে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানা যায়। যাতে করে রক্ষা পায় বাড়ির অন্যান্য ঘরগুলো।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক তথা বিজেপি দলের হয়ে নির্বাচিত বিজয়নগর গ্রাম পঞ্চায়েত মেম্বার রূপসী রানী ভদ্র দত্ত জানান উনি কৃষি ও গাভী পালনের দ্বারা উপার্জিত অর্থতেই সংসার প্রতিপালন করেন।অর্থনৈতিক দিক দিয়ে দূর্বল করে দেবার উদ্দেশ্যতেই পাড়ার কিছু দুস্কৃতিকারিদের মাধ্যমেই অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়ে বলে স্পষ্ট অভিযোগ উনার। গোয়াল ঘরে থাকা জলের পাম্প মেশিন, নতুন ঘর নির্মাণের জন্য মজুত রাখা কাঠ, নানান কৃষি যন্ত্রপাতি এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে নষ্ট হয়। সব মিলিয়ে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয় দাবি মেম্বার রূপসী রানী ভদ্র দত্তর। বিষয়টি পুলিশে জানানো হয়েছে বলে জানান উনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

