বেগুসরাই, ২২ মার্চ (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হতেই, তাঁর তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। ইডি-র সমন উপেক্ষা করার জন্যও কেজরিওয়ালকে আক্রমণ করেছেন তিনি। বলেছেন, “দেশ আইন অনুযায়ী চলে।”
কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এদিন বিহারের বেগুসরাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, “তাঁকে (অরবিন্দ কেজরিওয়াল) অনেক সমন জারি করা হয়েছিল, তা সত্ত্বেও তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, কিন্তু আদালত তাঁকে স্বস্তি দেয়নি… কেজরিওয়ালের মুখোশ পুরোপুরি খুলে গিয়েছে। মানুষ তাঁর প্রতি নিজেদের সমর্থন বাড়িয়েছিল, বিনিময়ে তিনি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।

