মালদা, ২২ মার্চ (হি.স.) : বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় অভিযুক্ত সন্দেহে মালদার হরিশচন্দ্রপুরে গ্রেফতার হল ১। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রও। ধৃতের নাম ফজলুর রহমান, বয়স ৫৫ বছর।
গোপন সূত্রে বেআইনি আগ্নেয়াস্ত্র সংক্রান্ত খবর পেয়ে আইসির নেতৃত্বে গভীর রাতে অভিযান চালায় পুলিশ। তার পরেই গ্রেফতারি হয়। মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার শিসাতলা মোড় থেকে বৃহস্পতিবার গভীর পাতে অভিযান চালিয়ে দুষ্কৃতী সন্দেহে ফজলুরকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে একটি পাইপ গান এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে বলে খবর।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে শিসাতলা মোড়ে ঘোরাঘুরি করছিল। সূত্র মারফত সেই খবর পুলিশের কাছে পৌঁছয়। তার পর অভিযান ও গ্রেফতারি। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার জানিয়েছেন, কী উদ্দেশ্যে ওই ব্যক্তি ওখানে এসেছিল, কোথা থেকেই বা আগ্নেয়স্ত্র পেল, সবটাই খতিয়ে দেখা হচ্ছে।
ধৃতকে শুক্রবার ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়।

