নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ: নিজের বাড়িতে পেয়ারা পারতে গিয়ে গাছ থেকে পড়ে গুরুতরভাবে আহত হলো ৬ বছরের শিশু। আহত শিশুকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, পেয়ারা পারতে গিয়ে উপর থেকে পড়ে গুরুতর আহত হয়েছে ৬ বছরের এক শিশু। বর্তমানে শিশুটি জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন। আহত শিশুর নাম চুমুই দেববর্মা (৬)। পিতার নাম স্বপন দেববর্মা। ঘটনা সিধাই মোহনপুর থানাধীন বড়কাঠাল দইখলা এলাকায়।
আহত শিশুর পিতা জানান সকালে পেয়ারা পারতে গাছে উঠেছিল চুমুই দেববর্মা। গাছ থেকে পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়। তার মাথায় আঘাত লেগেছে ।

