কমিশন এমন জেলা শাসক ও জেলা পুলিশ সুপারদের বদলি করেছে যাঁদের আইএএস এবং আইপিএস দেওয়া হয়নি

নয়াদিল্লি, ২১ মার্চ : চলমান লোকসভা নির্বাচন ২০২৪-এর প্রক্রিয়ায় একটি সাম্যতা যুক্ত ক্ষেত্র প্রস্তুত করার জন্য ভারতের নির্বাচন কমিশন তথা ইসিআই যে প্রতিশ্রতি দিয়েছিল তা রক্ষা করতে কযেকটি রাজ্যের অ-ক্যাডার শ্রেণীর আট জন জেলা শাসক অথবা পুলিশ সুপারের মতো পদে নিযুক্ত আধিকারিককে বদলি করেছে। এমন সব জেলা শাসক ও পুলিশ সুপারদের বদলি করেছে যাদের কোনোভাবেই যথাবিহিত ক্রমে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস) এবং ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস )প্রদান করা হয়নি। এই সূত্রেই গুজরাট, পাঞ্জাব, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ, এই  চার রাজ্যে ৮ জন অ-ক্যাডার শ্রেণীর পুলিশ সুপার/বরিষ্ঠ পুলিশ সুপার এবং ৫ জন অ-ক্যাডার জেলা শাসককে বদলি করা হয়েছে।উপরন্তু, যেখানে যেখানে প্রভাবশালী রাজনীতিবিদদের আত্মীয়রা জেলাশাসক অথবা পুলিশ সুপার পদের দায়িত্বে রয়েছেন তাঁদেরকেও বদলি করা হয়েছে। যেমন বদলি হয়েছেন পাঞ্জাবের ভাতিন্ডার বরিষ্ঠ পুলিশ সুপার এবং আসামের সোনিতপুরের পুলিশ সুপার। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারে পৌরহিত্যে এবং তাঁর সঙ্গে একযোগে দুই নির্বাচন কমিশনার যথাক্রমে জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সাঁধু আহুত এক বৈঠকে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যে সব আধিকারিক বদলি হচ্ছেন তাঁরা হলেন, যথাক্রমে, ১. গুজরাটের ছোটা উদয়পুর এবং আমেদাবাদ গ্রামীণ জেলার পুলিশ সুপার; ২. পাঞ্জাবের পাঠানকোট. ফাজিলকা, জলন্ধর গ্রামীণ এবং মালেরকোটলা জেলার বরিষ্ঠ পুলিশ সুপার; ৩. উড়িষ্যার ঢেঙ্কানলের জেলাশাসক এবং দেওগড় ও কটক গ্রামীণ  জেলার  পুলিশ সুপারগণ ; ৪. পশ্চিম বঙ্গের  পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্দ্ধমান ও বীরভূম জেলার জেলাশাসকগণ জেলাশাসক এবং দেওগড় ও কটক গ্রামীণ  জেলার  পুলিশ সুপারগণ। উপরন্তু,যেখানে যেখানে নির্বাচিত জনপ্রতিনিধি এবয প্রভাবশালী রাজনীতিবিদদের পারিবারিক ঘনিষ্ঠ আত্মীয়রা জেলাশাসক অথবা পুলিশ সুপার পদের দায়িত্বে রয়েছেন তাঁদেরকেও বদলি করা হয়েছে, যেমন, পাঞ্জাবের ভাতিন্ডার বরিষ্ঠ পুলিশ সুপার এবং আসামের সোনিতপুরের পুলিশ সুপার । এই দুই জেলার আধিকারিকদের বদলি করা হয়েছে প্রশাসনের নিরপেক্ষতা রক্ষা করা এবং প্রশাসনের ভূমিকা নিয়ে যাতে কোনো রকম সন্দেহ সৃষ্টি না হয় তা দূর করতে প্রাক-প্রস্তুতিমূলক ব্যবস্থা হিসেবে। এই নির্দেশাবলী অনুযায়ী সংশ্লিষ্ট সব রাজ্য সরকারগুলি যথারীতি দ্রুততার সঙ্গে অ-ক্যাডার শ্রেণীর আধিকারিকদের  অর্থাৎ জেলাশাসক এবং পুলিশ সুপার  অথবা বরিষ্ঠ পুলিশ সুপার হিসেবে তাঁদের বর্তমান পদের দায়িত্ব থেকে অব্যহতি দিয়েছে এবং অনতিবিলম্বে তা কার্যকর করার পর নির্বাচন কমিশনকে তা যথারীতি জানিয়েও দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *