রাজস্থানের জয়পুরে সিলিন্ডার ফেটে আগুন, দম্পত্তি ও ৩ সন্তানের মর্মান্তিক মৃত্যু

জয়পুর, ২১ মার্চ (হি.স.): রাজস্থানের জয়পুরে বাড়ির ভিতরে থাকা সিলিন্ডার ফেটে আগুন পুড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে একই পরিবারের ৫ জন সদস্যের। মৃত্যু হয়েছে স্বামী, স্ত্রী ও তাঁদের ৩ সন্তানের। নিহতদের বাড়ি বিহারে। যে সময় সিলিন্ডার ফেটে আগুন ধরে যায়, তখন সবাই ঘুমিয়ে ছিলেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এই বিয়োগান্তক ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। বৃহস্পতিবার সকালে তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, “জয়পুরের বিশ্বকর্মায় অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যুর খবর হৃদয় বিদারক। আমি ঈশ্বরের কাছে বিদেহী আত্মার শান্তি কামনা করছি।”

পুলিশ জানিয়েছে, জয়পুরে সিলিন্ডার ফেটে ও তারপর আগুন ধরে গিয়ে এক দম্পতি এবং তাঁদের ৩ সন্তানের মৃত্যু হয়েছে। সেই সময় আগুন লাগে তখন সবাই ঘুমিয়েছিলেন। ঘুমের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে সবার মৃত্যু হয়েছে। আগুন লাগার খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। তবে, আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বিহারের বাসিন্দা পাঁচজন জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারান।