থানে, ২১ মার্চ (হি.স.): মহারাষ্ট্রের থানে জেলায় ভয়াবহ আগুন লাগল বাতিল সামগ্রীর একটি দোকানে। বুধবার গভীর রাতে থানের ডোম্বিভিলি পূর্ব এলাকায় একটি বাতিল সামগ্রীর দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, আগুনের লেলিহান শিখায় ওই দোকানের প্রায় সব কিছুই পুড়ে গিয়েছে।
পুলিশ ও দমকল সূত্রের খবর, বুধবার গভীর রাতে থানের ডোম্বিভিলি পূর্ব এলাকায় একটি বাতিল সামগ্রীর দোকানে ভয়াবহ আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়, দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর বৃহস্পতিবার ভোররাতে আগুন আয়ত্তে এসেছে। আগুন কীভাবে লাগল, তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।

