উত্তর ২৪ পরগনা, ২০ মার্চ (হি.স.) : সন্দেশখালি নিয়েও সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানান, ইডি বা সিবিআই নয়, সন্দেশখালিকাণ্ডে শেখ শাহজাহানকে গ্রেফতার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই।
বুধবার বসিরহাটের সভায় অভিষেক জানান, সারদাকাণ্ডে সুদীপ্ত সেনকেও ইডি-সিবিআই ধরেনি, রাজ্য পুলিশ গ্রেফতার করেছিল। তৃণমূলের জনপ্রতিনিধিরা অন্যা করে থাকলে, কাউকে রেয়াত করা হয় না। কেন্দ্রীয় সরকার যেমন মহিলা কুস্তীগীরদের শ্লীলতাহানিতে অভিযুক্ত ব্রিজভূষণকে সংসদে বসিয়ে রেখেছিল, রাজ্যের সরকার তা করেনি। সন্দেশখালিতে নারী নির্যাতনে অভিযুক্ত শিবু হাজরা, উত্তম সর্দারকে কেন সিবিআই হেফাজতে নিচ্ছে না, প্রশ্ন তোলেন অভিষেক।
তিনি বলেন, “উত্তম সর্দার, শিবু হাজরাকে গ্রেফতারের পর ১৫ দিন হয়ে গিয়েছে। সিবিআই হেফাজতে নেওয়ার আবেদনই করেনি। নারী নির্যাতন রোখা ওদের লক্ষ্য নয়। লক্ষ্য তৃণমূলের বিরুদ্ধে প্রচার করা।
অভিষেক বলেন, “আমি আজ বলে দিলাম ৪দিন পর হয়তো ওদের হেফাজতে চাইবে। নাটক করবে। বাংলার মানুষের বিরুদ্ধে অশুভ শক্তি কাজ করছে। ইডি-সিবিআই কাঁচকলা করেছে। আর বাংলার মানুষের কাঁচকলা করবে।” যত ইডি-সিবিআই বাংলায় আসবে, লড়াই ততই তীব্রতর হবে বলেও হুঁশিয়ারি অভিষেকের।