দিল্লিতে শাহর সঙ্গে বৈঠক রাজ ঠাকরের, জোটে যোগদানের জল্পনা

নয়াদিল্লি, ১৯ মার্চ (হি. স.): মঙ্গলবারেই কি বিজেপির হাত ধরতে চলেছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)? জল্পনা উস্কে দিল্লি পৌঁছলেন এমএনএস প্রধান রাজ ঠাকরে। দিল্লি পৌঁছেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করলেন এমএনএস প্রধান রাজ ঠাকরে।

লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে। এবার বিজেপির টার্গেট চারশো আসন পার করা। সেই কাজে তাঁরা সচেষ্ট। সূত্রের খবর, মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরেকে বাগে আনতে এবার রাজ ঠাকরেকে আসরে নামাতে চলেছে বিজেপি। সোমবার রাতেই রাজের সঙ্গে বিজেপি শীর্ষ নেতৃত্বের কথা হয়েছে। মঙ্গলবার অমিত শাহের সঙ্গে কথা বলেন রাজ। তাঁর মহারাষ্ট্র নবনির্মাণ সেনাকে সঙ্গে নিয়ে এবার ভোটে লড়তে চাইছে বিজেপি। এই বৈঠক নিয়ে রাজকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখানে আলোচনার জন্য এসেছি। দেখা যাক কী হয়। ইতিমধ্যে বিজেপির কাছে তিনটি আসন দাবি করেছে রাজ। তবে রফা যাই হোক না কেন এবার মহারাষ্ট্র থেকে বিজেপি যে প্রচুর আসন টার্গেট করছে তা বলাই বাহুল্য।

উল্লেখ্য, মহারাষ্ট্রের ক্ষমতায় এই মুহূর্তে ‘মহাজুটি’। যে জোটে রয়েছে শিবসেনার একনাথ শিণ্ডে শিবির, বিজেপি ও অজিত পওয়ারের এনসিপি। কিন্তু লোকসভা নির্বাচনের আগে জোট-জট এখনও অব্যাহত এনডিএ-তে। শিণ্ডে ও অজিত পওয়ারের সঙ্গে চূড়ান্ত সমঝোতা হয়নি পদ্ম শিবিরের। এই পরিস্থিতিতে রাজ যদি জোটে যোগ দেন, তাহলে যে জটিলতা আরও বাড়বে, সেব্যাপারে নিশ্চিত ওয়াকিবহাল মহল। ফলে সব মিলিয়ে চাঞ্চল্য মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে।