নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ : রাজ্যের এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার হয়েছে হাইলাকান্দিতে। মৃত ব্যক্তির নাম উত্তম শীল, বাড়ি বাইখোড়া থানাধীন চড়কবাই এলাকায় বলে জানা গেছে। ওই ব্যক্তির হাইলাকান্দিতে নিজের স্পা দোকান রয়েছে বলে জানিয়েছেন মৃতের ছোট ভাই।
সে আরও জানায়, গতকাল তার বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু তার সে বাড়ি না ফেরায় তাকে বারবার ফোন করতে থাকেন পরিবারের সদস্যরা। তবে তার ফোন বন্ধ আসছিল। পড়ে পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে হাইলাকান্দিস্থিত উত্তম শীলের স্পা দোকানে যান সোমবার রাতেই।
তবে ওই বিল্ডিং-এর দারোয়ান রাতে বিল্ডিংয়ের দোকান ঘরে তাদের ঢুকতে দেয়নি বলে অভিযোগ। পরবর্তীতে আজ অর্থাৎ মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা উত্তম শীলের স্পা দোকানে গিয়ে দেখতে পান সেখানে হাত পা বাঁধা অবস্থায় উত্তম শীলের মৃতদেহ পড়ে আছে। তার গলায়ও আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ।
এদিকে অস্বাভাবিক একটি মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। উত্তম শীলের পরিবারের অভিযোগ তাঁকে খুন করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।