আগরতলা, ১৮ মার্চ : ত্রিপুরায় লোকসভা ভোটের লক্ষ্যে যৌথ প্রচারের রণকৌশল নির্ধারণে ইন্ডি জোটের বৈঠক অনুষ্ঠিত হবে আগামী বুধবার। ওই বৈঠকে সমমনোভাবাপন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলিও অংশ নেবে। মূলত, লোকসভা ভোটে অন্তত প্রচারে এগিয়ে থাকতে চাইছে ইন্ডি জোট। সেই লক্ষ্যেই ওই বৈঠকের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
ত্রিপুরায় লোকসভা ভোটে শাসক দল বিজেপি ও বিরোধী ইন্ডি জোট প্রার্থী ঘোষণা করেছে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপির হেভিওয়েট প্রার্থী বিপ্লব কুমার দেব ইতিমধ্যে সারা রাজ্যে প্রচারে ঝড় তুলেছেন। সেই তুলনায় ইন্ডি জোট এখনও প্রচারের রণকৌশলই চূড়ান্ত করে উঠতে পারে নি। ত্রিপুরায় ১৯ এপ্রিল পশ্চিম আসনে ভোট গ্রহণ হবে। পূর্ব আসনে ২৬ এপ্রিল গণদেবতারা ভোটাধিকার প্রয়োগ করবেন।
রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে, রাজ্যের মানুষের ভাবাবেগ নিয়ে প্রচারে বিশেষ গুরুত্ব দিয়েছে বিজেপি। কারণ, ২৫ বছরের বাম অপশাসনই লোকসভা ভোটের প্রচারে শাসক দল বিজেপির জন্য তুরুপের তাস। সে মোতাবেক পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব প্রচারে বাম অপশাসন নিয়ে বিরোধীদের তুলোধুনা করছেন। স্বাভাবিকভাবে তার ছিটেফোটা প্রভাব কংগ্রেসের গায়েও লাগছে।
শাসক দল বিজেপি সাফ জানিয়েছে, বিরোধীরা লোকসভা নির্বাচনে ১ লক্ষ ভোটও পাবেন না। ফলে, বিজেপি বিরুদ্ধে লড়াইয়ে ইন্ডি জোটের কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। বিধানসভা নির্বাচনের পর লোকসভা ভোট শাসক দলের থেকে বিরোধী দলের উপর স্নায়ুর চাপ বাড়িয়েছে। কারণ, লোকসভা ভোটে বিরোধীদের চূড়ান্ত ভরাডুবি হবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে কংগ্রেস।
সেক্ষেত্রে আগামী বুধবার ইন্ডি জোটের বৈঠক বিরোধীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে, কংগ্রেসের অন্তর্কোন্দলকে দূরে রেখে একজোট হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়া আদৌ সম্ভব হবে বলে নিশ্চিত নন দলের শীর্ষ নেতৃত্ব। তবে, অস্তিত্ব টিকিয়ে রাখতে নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়াতে সক্ষম হবে কিনা সেই কঠিন পরীক্ষার ফলাফল আগামী বুধবার বৈঠকের মধ্যে প্রতিফলন দেখা যাবে, সেই প্রশ্ন উঠেছে।