নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ: আগামী ১৯ এপ্রিল ও ২৬ এপ্রিল ত্রিপুরার দুটি আসনে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন। এছাড়াও রয়েছে ১৯ এপ্রিল ৭ রামনগর এলাকায় উপ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে উমাকান্ত একাডেমীতে গঠন করা হয়েছে স্ট্রং রুম ও গননা কেন্দ্র। ইতিমধ্যেই যাবতীয় কাজ শুরু হয়ে গেছে।
আজ স্ট্রং রুম ও কাউন্টিং হল ঘুরে দেখলেন পশ্চিম জেলার জেলা শাসক তথা পশ্চিম ত্রিপুরা জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক ডঃ বিশাল কুমার। এদিন যাবতীয় প্রস্তুতি তিনি সরজমিনে প্রত্যক্ষ করে জানিয়েছেন ইতিমধ্যেই স্বাভাবিকভাবেই চলছে প্রস্তুতি। রাজ্য পুলিশ উমাকান্ত একাডেমীতে বর্তমানে ডিউটিতে রয়েছেন। তবে ইভিএম স্থানান্তর হওয়ার সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।
পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, উমাকান্ত একাডেমীর পুরাতন ও নতুন বিল্ডিং মিলিয়ে ১৫ টি স্টং রুম থাকবে, এবং একটি গননা কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি থাকবে সিসিটিভি ক্যামেরাও।