ফের  রেলের কোচ থেকে কোটি টাকার গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ১৮ মার্চ: কোটি টাকারও বেশি অর্থমূল্যের বিপুল পরিমান ব্রাউন সুগার উদ্ধার করা হল  কুমারঘাট  রেল স্টেশন থেকে। আরপিএফ- এর সঙ্গে বিএসএফ যৌথ অভিযান পরিচালনার  মাধ্যমে রবিবার কুমারঘাট স্টেশনে  শিলচর-আগরতলা এক্সপ্রেসের জেনারেল কোচ থেকে ২৯০.৫০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত ব্রাউন সুগারের অর্থমূল্য ১,৪৫,২৫,০০০ টাকা। এদিকে প্যাকেটগুলি যেহেতু পরিত্যক্ত অবস্থায় পড়েছিল তাই এই সূত্রে এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।তবে পরবর্তী তদন্তের কাজ হাতে নেওয়া হয়েছে।