চেন্নাইয়ে সম্মানিত হলেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন

চেন্নাই, ১৭ মার্চ (হি.স.): আর কয়েকদিন বাদেই শুরু হচ্ছে আইপিএল। আইপিএল খেলতে যাওয়ার আগে রবিবার নিজের শহর চেন্নাইয়ে সম্মানিত হলেন ভারতের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এক সম্বর্ধনা অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার হিসাবে তুলে দেওয়া হয় এক কোটি টাকা। একটি বিশেষ স্মারকও দেওয়া হয় তাঁকে। সম্প্রতি শেষ হওয়া ইংল্যান্ড সিরিজে ১০০টি টেস্ট এবং টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট পূর্ণ করার জন্য সংবর্ধিত করা হল অশ্বিনকে।

বিসিসিআইএর প্রাক্তন সভাপতি এন শ্রীনিবাসন সম্মানিত করলেন অশ্বিনকে। অনুষ্ঠানটির আয়োজক ছিল তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় দলের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়, দুই প্রাক্তন কোচ রবি শাস্ত্রী এবং অনিল কুম্বলেও। অশ্বিনের লক্ষ্য এখন আসন্ন আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে নিজের সেরা পারফরম্যান্স তুলে ধরা। রাজস্থানের প্রস্তুতি শিবিরে তিনি কয়েকদিনের মধ্যেই যোগ দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *