নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৭ মার্চ: নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল বিশালগড় থানার পুলিশ। অটো গাড়িতে করে গাঁজা পাচারের সময় গাড়ি সহ ৬৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বিশালগড় থানাধীন ঘনিয়ামারা এলাকায়।
বিশালগড় থানার ওসি ইন্সপেক্টর রানা চট্টোপাধ্যায় জানিয়েছেন, রবিবার সকালে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে ঘনিয়ামারা এলাকা দিয়ে গাঁজা পাচার হবে। উক্ত খবরের ভিত্তিতে পুলিশ ঘনিয়ামারা এলাকায় উৎ পেতে বসে। কিছুক্ষন পর যখন নেশা কারবারীরা অটো গাড়িতে করে গাঁজা নিয়ে যাচ্ছিল তখন পুলিশ ধাওয়া করলে গাড়ি ফেলে নেশাকারবারীরা পালিয়ে যায়।
পুলিশ গাড়ি সহ গাঁজা গুলি উদ্ধার করতে পারলেও কাউকে গ্রেফতার করতে পারেনি। ঘটনায় অটোর মালিক রাজু দাস সহ আরও কয়েক জনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় একটি মামলা গ্রহন করেছে বিশালগড় থানার পুলিশ।