আগরতলা, ১৬ মার্চ : আগামী ২৩ মার্চ রাজধানীতে যুব মোর্চার র্যালি ও যুব জমায়েত অনুষ্ঠিত হবে। আজ মুক্তধারা অডিটোরিয়ামে প্রস্তুতি বৈঠকের শেষে একথা বলেন যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব।
এদিন শ্রী দেব বলেন, যুব জমায়েত থেকে বার্তা দিয়ে চায় যে রাজ্যের প্রত্যেক
যুব সম্প্রদায় নরেন্দ্র মোদীর সাথে আছেন। আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুইটি আসনে জয়লাভ করে প্রধানমন্ত্রী উপহার দিয়ে চায়।