অসুস্থতার খবর ‘ভুয়ো’, ক্রিকেট ম্যাচ দেখতে এসে জানালেন বিগ-বি

মুম্বই, ১৬ মার্চ (হি.স.) : শুক্রবার হঠাৎ করেই শোনা গিয়েছিল বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের হাসপাতালে ভর্তি হওয়ার খবর। বলা হয়েছিল তাঁর পায়ে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। খবর ছড়িয়ে পড়তে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়ে তাঁর অনুরাগী মহল। তবে রাত কাটতে না কাটতেই স্বয়ং বিগ-বি এসব খবরকে ‘ভুয়ো’ বলে উড়িয়ে দিলেন।

মুম্বইয়ের এক স্টেডিয়ামে তাঁকে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ উপভোগ করতে দেখা যায়। ভিডিওতে দেখা যাচ্ছে, ম্যাচ দেখে বের হওয়ার সময় সাংবাদিকরা তাঁর স্বাস্থ্যের ব্যাপারে জিজ্ঞেস করলে হাত নাড়িয়ে বলেন তিনি ভালো আছেন। এরপরই তাঁর হাসপাতালে ভর্তি কিংবা অ্যাঞ্জিওপ্লাস্টির কথা জিজ্ঞেস করতেই তিনি বলেন, এসব ‘ভুয়ো খবর’ ।

ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল মাঝি মুম্বই ও টাইগার্স অব কলকাতা। সেই ম্যাচ দেখতেই ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে গিয়েছিলেন বিগ-বি। এদিন কিংবদন্তি ক্রিকেটার শচিন তেন্ডুলকরের সঙ্গে বসেও ম্যাচ উপভোগ করেন তিনি। তবে তাঁর অসুস্থতার খবর ভুয়ো হওয়ায় স্বস্তি ফিরেছে অনুরাগী মহলে।