আগরতলা, ১৬ মার্চ : ধর্মনগর রেলওয়ে ডিভিশন ডিমান্ড এন্ড ডেভলাপমেন্ট কমিটির পক্ষে একাধিক দাবিতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রদেশ সভাপতি ও উত্তর ত্রিপুরা জেলার সভাপতির কাছে স্মারকলিপি প্রদান করেছে।
কমিটির সভাপতি কন্দর্প ভট্টাচার্য্য ধর্মনগরে রেলওয়ে ডিভিশন ও রেল রিক্রুটিং বোর্ডের অফিস স্থাপন সহ ধর্মনগর থেকে কৈলাশহর, কমলপুর, খোয়াই রেলপথ নির্মাণ, ধর্মনগর থেকে ভায়া কাঞ্চনপুর, জম্পুই পর্যন্ত রেলপথ নির্মাণ এবং ধর্মনগর থেকে বাংলাদেশের জুরি পর্যন্ত রেলপথ স্থাপনের ব্যবস্থা করার জন্য ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য সভাপতি ও উত্তর ত্রিপুরা জেলার সভাপতির কাছে পুনরায় স্মারকলিপি দিয়ে অনুরোধ করেছেন।
এদিন তিনি বলেন, এই দাবীগুলো অবিলম্বে কার্যকরি করার পক্ষে বিজেপি-র পক্ষে উদ্যোগ গ্রহণ করতে কেননা বিজেপি দল উত্তর ত্রিপুরায় ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ধর্মনগরে রেল ডিভিশনের দাবীতে ব্যাপক মিছিল মিটিং রেলরোকো ইত্যাদি আন্দোলনের মাধ্যমে মানুষকে উৎসাহিত করেছেন।
২০১৩ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি নির্বাচনী ইস্তাহারেও ধর্মনগরে রেল ডিভিশন স্থাপনের দাবীতে নির্বাচনী প্রচার করা হয়েছে। অন্যদিকে ২০১৫-তে পুর পরিষদের নির্বাচনে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব সুনীল দেওধর প্রতিটি সভায় মানুষকে ওয়াদা দিয়েছেন ত্রিপুরায় বিজেপি রাজ প্রতিষ্ঠিত হলে ধর্মনগরে রেল ডিভিশন হবেই। আগরতলার টাউন হলে বিজেপি-র সভায় তৎকালীন রেল প্রতিমন্ত্রী ঘোষণা করেছেন ধর্মনগরেই রেল ডিভিশন হবে।
এদিন তিনি আরও বলেন, বিজেপি-র এই প্রচারে আশান্বিত হয়েই ২০১৬ থেকে সব অংশের মানুষকে নিয়ে রেল ডিভিশন ডিমান্ড কমিটি করে লাগাতর আন্দোলন চলছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী রেলমন্ত্রী সহ রেলের অন্যান্য প্রত্যেক আধিকারিকদের সাথে বহু আবেদন নিবেদন করা হয়েছে। এছাড়াও ধলাই, উনকোটি ও উত্তর ত্রিপুরা জেলার প্রত্যেক বিধায়কদেরও আবেদন করা হয়েছে, বিধানসভায় উত্তর ত্রিপুরার এই মৌলিক দাবী পাশ করানোর জন্য।