রামনগর কেন্দ্রে উপনির্বাচন ১৯ এপ্রিল, ফলাফল ঘোষণা ৪ জুন

আগরতলা, ১৬ মার্চ : ত্রিপুরায় রামনগর কেন্দ্রে উপনির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হয়েছে। আজ নির্বাচন কমিশন লোকসভা ও বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোটের পাশাপাশি উপনির্বাচনগুলিরও দিনক্ষণ ঘোষণা দিয়েছে। রামনগর কেন্দ্রে ১৯ এপ্রিল উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ফলাফল ৪ জুন ঘোষণা দেওয়া হবে।

আজ নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২০ মার্চ বুধবার রামনগর কেন্দ্রের উপনির্বাচনে বিজ্ঞপ্তি জারি হবে। মনোনয়ন পত্র জমা দেওয়ার অন্তিম তারিখ ২৭ মার্চ বুধবার নির্ধারিত হয়েছে। মনোনয়ন পত্র স্ক্রুটিনি ২৮ মার্চ বৃহস্পতিবার এবং মনোনয়ন পত্র প্রত্যাহার ৩০ মার্চ শনিবার স্থির হয়েছে। ভোট গ্রহণ ১৯ এপ্রিল শুক্রবার এবং ফলাফল ৪ জুন মঙ্গলবার ঘোষণা হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ৬ জুনের মধ্যে উপনির্বাচনের সমস্ত প্রক্রিয়া সমাপ্ত করতে হবে।