কালাবুরাগি, ১৬ মার্চ (হি.স.): লোকসভা নির্বাচনের ভোট প্রচারে গিয়ে কর্ণাটক সরকারের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন, কর্ণাটকে আইনশৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত অবনতি হয়েছে, অসামাজিকদের সুরক্ষা দেওয়া হচ্ছে। শনিবার কর্ণাটকের কালাবুরাগীতে এক জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, “কালাবুর্গিতে মানুষের এই ভিড় এবং আপনাদের সকলের মুখে এই উৎসাহ, কর্ণাটক লোকসভা নির্বাচনে বিজেপিকে রেকর্ড সংখ্যক আসনে জয়ী করার সংকল্প করেছে, এখন সমগ্র কর্ণাটক বলছে এইবার আমরা ৪০০ পার করব।”
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “কংগ্রেসের বিরুদ্ধে আপনাদের সকলের ক্ষোভ আমি বুঝতে পারছি। এটা এমন একটা পার্টি যে তারা যতই জামাকাপড় বদল করুক না কেন, তাদের কার্যক্রম বদলাবে না। অতএব, কর্ণাটকের মানুষ জাগ্রত হয়েছে… মানুষ কংগ্রেসের সত্য জানতে পেরেছে।” কর্ণাটকের কংগ্রেস সরকারের সমালোচনা করে মোদী বলেছেন, “এই লোকজন তরুণদের কাছে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে সরকারে বসলেও এখন সেই যুবকদের বৃত্তি বন্ধ করে বৃত্তি কাটছে। কংগ্রেসই তরুণদের অধিকার হরণ করার পাপ করছে। কংগ্রেসের লুটপাটের অবস্থা এমন যে সরকারের কাছে ছোটখাটো উন্নয়ন কাজের জন্যও টাকা নেই… কোনও সরকার কি এভাবে চলতে পারে?”